মণি ভৌমিক আন্তর্জাতিক খ্যাতির বাঙালি বিজ্ঞানী। বিজ্ঞানী হিসেবে তাঁর অবদান তাকে এনে দিয়েছে এক বিরল সম্মান: তিনি একই সঙ্গে নির্বাচিত ‘ফেলাে’ আমেরিকান ফিজিক্যাল সােসাইটির এবং ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সএর। আই আই টি থেকে পেয়েছেন সারা। জীবনের বৈজ্ঞানিক অবদানের জন্য সাম্মানিক ডি এসসি। সারস্বত সাধনায় অভূতপূর্ব সাফল্যের পাশাপাশি তিনি লক্ষ্মীরও বরপুত্র। বিশ্বের অন্যতম সফল এবং বিত্তবান বিজ্ঞানী হিসেবে তিনি উপার্জন করেছেন স্বীকৃতির আলােকবৃত্ত ‘লাইফস্টাইলস অফ দ্য রিচ অ্যান্ড ফেমাস’ টিভি-সিরিয়ালে। ১৯৭২ সালে আমেরিকান অপটিকাল সােসাইটির মিটিং-এ ড. ভৌমিকই ঘােষণা করেন জগতের প্রথম এক্সিমার লেজার আবিষ্কারের ঘটনাটি। এই এক্সিমার লেজার টেকনােলজির সাহায্যেই বিশ্বের পনেরাে মিলিয়ন মানুষ ফিরে পেয়েছেন চোখের দৃষ্টি, চশমার সাহায্য ছাড়া। এখন ড. ভৌমিক মানুষকে ফিরিয়ে দিতে চান তাদের অন্তর্দৃষ্টি। বিজ্ঞানের হাত ধরে তিনি সৃষ্টির উৎসসন্ধানী, যে-উৎস উপনিষদের নিরাকার ব্রহ্মের মতাে সর্বত্র বিরাজমান। সম্প্রতি ভারত সরকারের পদ্মশ্রী সম্মানে ভূষিত।