মাহমুদ সোহেলের জন্ম ১৫ অক্টোবর কুমিল্লা জেলার চান্দিনার পূর্ব রামচন্দ্রপুর (ভৈশখলা) গ্রামে। ধর্মে মুসলিম, জাতে বাঙালি ও জন্মে বাংলাদেশী। বাবা মৃত আব্দুল হাকিম ও মা সেলিনা বেগম। বাল্যকালের চৌকাঠেই প্রাতিষ্ঠানিক পাঠ চুকেছেন। তবুও জ্ঞান অন্বেষণে তার সামনে কোনো বাঁধাই টিকেনি। পাখির ডানায় চড়ে উড়েছেন দেশ থেকে দেশান্তরে। ২০১০ সাল থেকে তিনি লেখালেখি শুরু করেন। কবি হবার স্বপ্ন নিয়ে জোড় হাতে লেখালেখি চালিয়ে গেলেও শেষমেশ গল্পকার হবার প্রত্যয়ে নির্মাণ করেছেন অসংখ্য বাস্তবমিশ্রিত চরিত্র, কল্পকাহিনি। তার এই নেশাকে কোনো পেশাই দমাতে পারেনি। তিনি পাখি হয়েই মানুষের অনুভূতির জগত ভ্রমণে বের হয়েছেন। লেখালেখির জীবনে ঝুলিতে কোনো সম্মাননা না থাকলেও তার আছে দু’চোখ ভরা আকাশ ছুঁবার স্বপ্ন। কবি, সাংবাদিক ও সাহিত্য সমালোচক রেদোয়ান আহমেদ