মাহফুজা হিলালী শিক্ষক, নাট্যকার, গবেষক, অভিনয়শিল্পী, কবি মাহফুজা হিলালী সত্তাসন্ধানী লেখক। ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, মানবিকতা, নারীর অধিকার, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ইত্যাদি তাঁর গবেষণার বিষয়। স্কুলে পড়ার সময় থেকে তাঁর লেখালেখি শুরু। তিনি সৃজনশীল এবং মননশীল দুরকম সাহিত্যই লেখেন। দুই বাংলা থেকে তাঁর লেখা এগারোটি বই প্রকাশিত হয়েছে এবং চৌদ্দটি নাটক মঞ্চস্থ হয়েছে। শিক্ষাজীবনে তিনি বাংলা সাহিত্যের ছাত্রী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল, এবং পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলা একাডেমি প্রকাশিত 'বিবর্তনমূলক বাংলা অভিধান' এর 'গবেষক' এবং 'সংকলক' হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ। এশিয়াটিক সোসাইটি-এর 'এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন' প্রকল্পে 'তথ্য সংগ্রাহক ও গবেষক' পদে কাজ করেছেন। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে 'বাংলা ভাষা ও সাহিত্য' বিষয়ের সহযোগী অধ্যাপক। তিনি 'তরুণসম্প্রদায় গ্রুপ থিয়েটার' কর্তৃক 'গুণীজন সম্মাননা ২০১৬', 'জাগরণী থিয়েটার' কর্তৃক 'গুণীজন সংবর্ধণা ২০১৭', 'পাক্ষিক কারুকাজ' কর্তৃক 'লেখক সম্মাননা ২০১৭', 'ব্যতিক্রম নাট্যগোষ্ঠী' কর্তৃক 'মঞ্চবন্ধু সম্মাননা ২০১৮', 'কাঁচখেলা রেপার্টরি থিয়েটার' কর্তৃক 'কাঁচখেলা নাট্য সম্মাননা ২০২২', 'ইনার হুইল অব রমনা গ্রিন ডিস্ট্রিক্ট-৩৪৫' কর্তৃক 'আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০২২' প্রাপ্ত হন। মাহফুজা হিলালী ১৯৭৬ সালের ১৪ জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন। তাঁর মা মমতাজ মহল এবং বাবা গোলাম মোস্তফা হিলালী।