Loading...
এম ইমন ইসলাম
লেখকের জীবনী
এম ইমন ইসলাম (M. Imon Islam)

M. Imon Islam, ১৯৯২ সালে সাতক্ষীরা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই বই পড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। পড়তে পড়তে একটা সময় লেখালিখি শুরু করেন। অষ্টম শ্রেণীতে থাকতে তার লেখা একটি ছড়া প্রথম পত্রিকায় প্রকাশিত হয়। এরপর একে একে দুইশতেরও অধিক ছড়া-কবিতা, গল্প দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়। . তিনি মানবতার সেবায় কাজ করতে পছন্দ করেন। সে কারণে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন ‘আমরাও পারি’ নামে একটি সমাজসেবী সংগঠন। এছাড়াও কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। তিনি এমন কিছু করে রেখে যেতে চান, যার দ্বারা তার মৃত্যুর পরেও মানুষ উপকৃত হতেই থাকবে। তিনি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্থানীয় দুটি পত্রিকায় ও একটি কমিউনিটি রেডিওতে সাংবাদিকতা করেন। কবি নজরুল সরকারি কলেজ থেকে মাস্টার্স পাস করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে চাকরি করেন। . তিনি শিক্ষণীয় বিষয়ে লিখতে পছন্দ করেন। স্বপ্ন দেখেন সু-সাহিত্য ছড়িয়ে দেওয়ার। ২০১৮ সালে তার সম্পাদনায় প্রকাশিত হয়, ‘বদলে যাওয়ার গল্প’ নামে একটি যৌথ গল্পগ্রন্থ। ২০১৯ সালে বাংলাদেশে প্রথম ৬৪ জেলার ৬৪ জন লেখকের ৬৪টি গল্প নিয়ে তার সম্পদনায় প্রকাশিত হয় ‘আঁধারে আলোর গল্প’ নামে চমৎকার একটি যৌথ গল্পগ্রন্থ। এরপর ২০২০ সালে তিনি সম্পাদনা করেন ‘আলোর মিছিল’ নামে আরও একটি যৌথ গল্পগ্রন্থ। ‘চিরছুটি’ লেখকের প্রথম একক গল্পগ্রন্থ। এই বইটিতে তার লেখা ১২টি সেরা গল্প স্থান পেয়েছে।