Loading...
ম. আলী আকবর হায়দার
লেখকের জীবনী
ম. আলী আকবর হায়দার (M. Ali Akbor Hayder)

ম. আলী আকবর হায়দার। পিতা: মরহুম মনসুর আলী তালুকদার, মাতা:। মরহুমা বেগম মমতাজুন্নেছার দ্বিতীয় পুত্র ম. আলী আকবর হায়দার। জন্ম ১৯৪৮ সনে ১ মে। তিনি পিতার সাত সন্তানের মধ্যে পঞ্চম। পিতার কর্মস্থল কোলকাতায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পার্ক সার্কাস হাই স্কুলে অধ্যয়ন করে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে আসেন। পিতা ১৯২৫ সনে এলাকার প্রথম সারির গ্র্যাজুয়েট। এক সময় স্বদেশী ও বাম রাজনীতির ধারায় প্রভাবিত ছিলেন। পরবর্তীতে দেশ বিভাগ পর্যন্ত পাকিস্তান আন্দোলনে সংযুক্ত ছিলেন। ম.আলী আকবর হায়দার স্কুলে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি বাম ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতৃস্থানীয় কর্মী ছিলেন। ৬ দফা আন্দোলন, হামিদুর রহমান শিক্ষা কমিশন ও ১১ দফা আন্দোলনে তৃণমূল পর্যায়ে সংগঠক ছিলেন।। মুক্তিযুদ্ধে এলাকার সংগঠক এবং ৬ নং সেক্টরে সম্মুখযুদ্ধের সাহসী যােদ্ধা (১১৯/১১)। নিজ গ্রামে মসজিদ, ক্লাব, সেবামূলক প্রতিষ্ঠান ও প্রাইমারি স্কুল প্রতিষ্ঠায় স্কুল জীবন থেকেই অদ্যাবধি জড়িত।। প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পুরকৌশল ডিগ্রি নিয়ে তিনি ১৯৭৪ সনে ঢাকা ওয়াসাতে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে ১৯৭৫ সনে বাংলাদেশ পানি উন্নয়ন বাের্ডে সহকারী প্রকৌশলী হিসেবে যােগ দেন।