Loading...
খান মুহাম্মদ রুমেল
লেখকের জীবনী
খান মুহাম্মদ রুমেল (Khan Muhammad Rumel)

কবিতা লেখা আমার নেশা। পেশায় গণমাধ্যমকর্মী। সময় টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর। এর আগে একুশে টেলিভিশন, দৈনিক সমকাল এবং পাক্ষিক আনন্দ আলোয় কাজ করেছি। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাবা চেয়েছিলেন সরকারি কর্মকর্তা হই। কিন্তু সেদিকে না হেঁটে আমি গেলাম গণমাধ্যমকর্মীর পেশায়। বাবার এটা খুব পছন্দ ছিল না প্রথম দিকে। এখন আর কিছুই বলেন না। তবে মানুষের মুখে আমার লেখার প্রশংসা শুনলে খুশি হন। আগ্রহ নিয়ে আমার বই পড়েন। এখন পর্যন্ত বেশ কটি বই প্রকাশ হয়েছে। বিনয়ের সঙ্গে জানাতে চাই, কবিতা লিখি বলে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য সম্মাননা পেয়েছি। এছাড়া পেয়েছি জুম বাংলা তরুণ কবি সম্মাননা।