Loading...
খলিলুর রহমান
লেখকের জীবনী
খলিলুর রহমান (Khalilur Rahman)

কবি খলিলুর রহমান ১৯৭০ সালের ১ ফেব্রুয়ারি। ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার দোহার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সেখ আব্দুস সামাদ, মাতা আয়েশা বেগম। শৈশব থেকেই কবিতার প্রতি অগাধ ভালােবাসা নিয়ে কাব্যের সাথে তার পথ চলা। প্রবাসে অবস্থান করেও বাংলা সাহিত্যকে বুকে ধারণ করে লিখে যাচ্ছেন নিরন্তর। কবি ইতালির বােলােনিয়া শহরে বসবাস করেও নিয়মিত যােগাযােগ রাখেন বাংলাদেশের কবি সাহিত্যিক এবং বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে।। “অন্যরকম ভালােবাসা “কবির ষষ্ঠ একক কাব্যগ্রন্থ। এ ছাড়া তার ছয়টি যৌথ কাব্য গ্রন্থ রয়েছে। প্রাপ্তি : বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি বিশেষ সম্মানে সম্মানিত হয়েছেন অনেকবার। তন্মধ্যে উল্লেখযােগ্য, ২০১৯ সনে “কাব্য পথিক” ২০১৯ “কাব্য রত্ন” ২০২০ কলকাতা ৪৪তম পুস্তক মেলা তাকে “আনন্দ স্মারক সম্মাননা প্রদান করে সম্মানিত করেছেন। ২০২০ সালে ভারতের চুরুলিয়া কাজী নজরুলের জন্মভিটা “কবি তীর্থ” কাজী নজরুল একাডেমীর আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন।

খলিলুর রহমান এর বইসমূহ