জন্ম: কবি ও লেখক খাদিজা বেগম, ১৯৭২ সালের ১৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। পড়ালেখা: বিয়ের পরে বড় ভাই ও স্বামীর উৎসাহে বিএ, বিএড করে শিক্ষকতা পেশায় আছেন ঢাকার মিরপুরে। ব্যক্তিগত জীবন: পিতৃহারা তিন ছেলে নিয়ে ঢাকার মিরপুরে বসবাস। দুই ছেলে চাকুরীজীবী, ছোট ছেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছে। পেশা: এডমিন, কেয়ার একাডেমি, মিরপুর। সাহিত্য চর্চা: ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেন বড় ভাই ও মায়ের অনুপ্রেরণায়। বিভিন্ন পত্রিকার ছোটদের পাতায় লিখেসাহিত্য চর্চায় হাতেখড়ি। আধ্যাত্মিকতা, স্রষ্টার প্রতি প্রেম আর প্রকৃতি টানে কবিতায়। আশৈশব নজরুল ভক্ত। প্রকাশিত কাব্য গ্রন্থ: হৃদয়ের চিলেকোঠায় (একক কাব্যগ্রন্থ) ডায়রির পাতা থেকে (আত্মজীবনী) এ ছাড়াও বেশ কিছু যৌথকাব্য গ্রন্থ আছে।