লে, কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক-এর জন্ম ১৯৫১ সালের ১১ই এপ্রিল, কুমিল্লার দাউদকান্দি। ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করার পর তিনি ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যােগদান করেন। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে জম্মু-কাশ্মির সীমান্ত অতিক্রম করে জেড ফোর্সের অধীনে দ্বিতীয় গােলন্দাজ বাহিনীর উপ-অধিনায়ক হিসেবে। বৃহত্তর সিলেট অঞ্চলে শত্রুবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যােগ দেন। বড়লেখা ও শমসেরনগর যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শনের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বীরপ্রতীক খেতাবে ভূষিত হন। তিনি সেনাসদর, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্টিলারি প্রশিক্ষণ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বেশ কিছু জাতীয় কমিটির সদস্য। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর; বীরশ্রেষ্ঠ শহিদ নূর মােহাম্মদ শেখ; বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান; বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি হামিদুর রহমান; বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মােহাম্মদ মােস্তফা; বীরশ্রেষ্ঠ হামিদুরের দেশে ফেরা; মুক্তিযােদ্ধা শহিদ ক্যাপ্টেন আফতাব কাদের বীরউত্তম; মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস; দেশটাকে ভালােবেসে (এক থেকে নয় খণ্ড)উল্লেখযােগ্য। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, প্রকাশনা ও শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার ২০১৩-এ ভূষিত হন। এছাড়া বজলুর রহমান স্মৃতি পুরস্কার, মার্কেন্টাইল ব্যাংক পুরস্কারও তিনি লাভ করেন।