Loading...
কাজী মশহুরুল হুদা
লেখকের জীবনী
কাজী মশহুরুল হুদা (Kazi Moshurul Huda)

কাজী মশহুরুল হুদা একজন আন্তর্জাতিক মাইম আইকন। তিনি দীর্ঘকাল যাবৎ লেখালেখির সঙ্গে জড়িত। ইতিমধ্যে তার একটি কাব্যগ্রন্থ ও প্রবন্ধ সমগ্র প্রকাশিত হয়েছে। তিনি সাংবাদিকতার। সঙ্গে জড়িত রয়েছেন তিন দশক কাল যাবৎ। তিনি লিটল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেসের প্রতিষ্ঠাতা সভাপতি। রাইটার্স এসােসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়ার সভাপতি। ২০১৯ সালে প্রথম উত্তর আমেরিকা কবিতা সম্মেলনের আহ্বায়ক হিসেবে সফল একটি আয়ােজন সম্পন্ন করেছেন। দেশে-বিদেশে অসংখ্য আন্তর্জাতিক এওয়ার্ড লাভ করেছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মূকাভিনয় শিল্পকে প্রতিষ্ঠিত করার অন্যতম একজন শিল্পী তিনি। লিটল বাংলাদেশ প্রতিষ্ঠা কমিটির অন্যতম একজন কো-অর্ডিনেটর। লস এঞ্জেলেসে দেশিয় সাহিত্য ও সংস্কৃতি প্রসারে কাজী মশহুরুল হুদার অবদান অনস্বীকার্য। তিনি প্রথম একুশে উদযাপনের উদ্যোক্তা। বাংলাদেশ একাডেমী অব লস। এঞ্জেলেস হুদাকে সম্মানিত ডক্টরেট প্রদান করে। তিনি মূলধারার নেবারহুড কাউন্সিলের গণপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৯ সালে। লােটাস ফেস্টিবল, ফোবানা, বাফলা, আনন্দমেলা কমিটি কতৃক বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন। প্রবাস বাংলা ডট ইনফো ও মাইম ওয়ার্ল্ড অনলাইন পত্রিকার সম্পাদক তিনি। কাজী মশহুরুল হুদা ১৯৫৬ সালের ১৩ ডিসেম্বর যশাের জেলার ঝিকরগাছায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডা: নূরুল হুদা ও মা মাজেদা খাতুন। চার ভাই বােনের মধ্যে তিনি সর্ব কনিষ্ট। হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে অনার্স সহ এমএসসি পাস করেন। একজন মৃত্তিকা বিজ্ঞানী হয়েও শিল্প সাহিত্যের প্রতি তার রয়েছে বেশ পান্ডিত্ব। কবি, লেখক ও সাংবাদিক হুদা মূকাভিনয়ের পাশাপাশি মাইম থেরাপির প্রবর্তক এবং ইয়ােগা সায়েন্স নিয়ে গবেষণার মাধ্যমে নিজস্ব টেকনিক উত্তোরণে দৈহিক এলাইনমেন্ট ও পেইন ম্যানেজমেন্ট প্রক্রিয়া ডেভলপ করেছেন। ১৯৯৩ সালে তিনি হিপনাে থেরাপির উপর গ্রাজুয়েশন সম্পন্ন করেন। বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের এককালীন ভাইস প্রেসিডেন্ট কাজী মশহুরুল হুদা ৪ সন্তানের জনক। ১৯৮৩ সাল থেকে তিনি আমেরিকার লস এঞ্জেলেসে বসবাস করছেন। লিটল বাংলাদেশ, আমেরিকার বুকে মাইলস্টোন তার তৃতীয় গবেষণা মূলক গ্রন্থ। এর আগে তার একটি কাব্য গ্রন্থ “মুকাভিনেতা এবং একটি প্রবন্ধ প্রতিদিনের কলাম”প্রকাশিত হয়েছে।