Loading...
কাজী মোহাম্মদ শীশ
লেখকের জীবনী
কাজী মোহাম্মদ শীশ (Kazi Mohammad Shish)

কাজী মােহাম্মদ শীশ একজন প্রকৌশলী। একটি স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান প্রকৌশলীর পদ থেকে অবসর গ্রহণের পর তিনি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ড, পরিবেশ রক্ষার কাজ এবং দেশ ভ্রমণে ব্যাপৃত আছেন। তাঁর লেখালেখির কাজ স্কুল জীবন থেকে শুরু। সমাজ সচেতন কাজী শীশ যে কোন অবনতিশীল পরিবেশে ব্যথিত হন। অকুতােভয়ে প্রতিবাদ করেন। আজকের দিনে মূল্যবােধের অবক্ষয়, ব্যক্তি ও সমষ্টির বিবেকহীন খ্যাতি ও ক্ষমতার লােভ, নীতিহীনভাবে আর্থিক ও বৈষয়িক প্রাপ্তির পিছনে ছােটা তাকে ভাবিত করে। বিশ্ব জুড়ে প্রযুক্তির উন্নতি, তার প্রয়ােগ ও দক্ষতা বৃদ্ধি তাকে মুগ্ধ করে। একই সঙ্গে প্রজ্ঞা ও মানবিক অনেক মূল্যবােধকে হারিয়ে যেতে দেখে তিনি ব্যথিত হন। সহজ সরল সাধারণ জীবন, বিশ্ব মানবতার সঙ্গে একাত্মতা, প্রাচ্যের ঐতিহ্যকে লালন করে পাশ্চাত্যের জ্ঞান-বিজ্ঞানের সঙ্গে মিলন আমাদের একটা সুন্দর দেশ দিতে পারে বলে তিনি বিশ্বাস করেন।