Loading...
কাজী হেদায়েতুল ইসলাম
লেখকের জীবনী
কাজী হেদায়েতুল ইসলাম (Kazi Hedayetul Islam)

কাজী হেদায়েতুল ইসলাম : পিতা- মরহুম কাজী আবদুর রশিদ; মাতা- লুতফুন নেছা: জন্ম ১৯৪৯ দর্শনা কুষ্টিায়ায় দেশের বাড়ি বিক্রমপুর এর পশ্চিম কুমারভোগ (কাজীবাড়ি): পিতার কর্মস্থল পরিবর্তনের সাথে বিভিন্ন স্কুলে অধ্যয়ন; এসএসসি মুন্সীগঞ্জ হাইস্কুল ১৯৬৭; আইএসসি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর ১৯৬৯, ১৯৬৯-এ লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স (সম্মান)-এ ভর্তি এবং বি এস সি সরকারি হরগঙ্গা কলেজ ১৯৭১; ঘটনাবহুল কর্মজীবনে ১৯৬৯-এর গণআন্দোলনে অংশ গ্রহণ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ভারতে গমন; তেজপুরে (আসাম) গেরিলা প্রশিক্ষণ ও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ গ্রহণ; কর্মজীবনে সুগার এন্ড ফুড্স ইন্ড্রাট্রিজ কর্পোরেশন-এর অধীনে চাকরিকালীন অস্ট্রেলিয়া সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৮ সালে সিডনিতে প্রোডাকশন ম্যানেজমেন্ট-এর উপর প্রশিক্ষণ গ্রহণ করে কিছু সময় চাকরি করেন। পরবর্তী সময়ে ১৯৮১ সালে তিনি কাস্টম হাউস চট্টগ্রামে প্রিভেনটিভ-অফিসার পদে যোগদান করেন। চাকরির সুবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন। ২০০৯ সালে সুপারিনটেন্ডেন্ট পদ থেকে অবসর অবসর গ্রহণ করেন। বর্তমানে লেখক বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি নিয়ে সময় কাটান।