Loading...
জ. হোসেন
লেখকের জীবনী
জ. হোসেন (Jo. Hossain)

জ.হােসেন। পুরাে নাম: মােঃ জাকির। হােসেন, পিতা: মরহুম আবদুল হাই, মাতা: মরহুম সুফিয়া বেগম । জন্ম: ১৫ই। ফেব্রুয়ারী ১৯৬৭ইং, পিরােজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিখালী গ্রামে। খরস্রোতা কচা নদীর কোল ঘেঁষে সদা ভাঙ্গনের মুখে ঠায় দাঁড়িয়ে থাকা সবুজ শ্যামল গ্রাম তেলিখালীতেই তাঁর। কৈশাের কেটেছে। ছাত্র অবস্থা থেকেই সাহিত্য, সাংবাদিকতা, ফটোগ্রাফী ও ভ্রমণের প্রতি ছিল তার প্রবল আগ্রহ। তারই ধারাবাহিকতায় তৎকালীন দৈনিক জনকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব বােরহান আহমেদের হাত ধরে ১৯৯০ সালে প্রথম সাংবাদিকতায় আসেন। সাহিত্যের সব শাখাতেই কমবেশি তার। বিচরণ। তবে উপন্যাস লিখতেই বেশি স্বাচ্ছন্দ বােধ করেন। ইতিমধ্যে তার । অনেকগুলাে গ্রন্থ প্রকাশিত হয়েছে। তার মধ্যে উপন্যাস, কিশাের গল্প-উপন্যাস,সায়েন্স ফিকশন, কিশাের অ্যাডভেঞ্চার, কিশাের থ্রিলার, কিশাের ভৌতিক গল্প, নাটক ও আত্মােন্নয়নমূলক। গ্রন্থসহ বেশ কিছু সম্পাদনা গ্রন্থও রয়েছে।