Loading...
জিনাত রহমান
লেখকের জীবনী
জিনাত রহমান (Jinat Rahman)

জিনাত রহমান পেশায় একজন সাংবাদিক, কলামিষ্ট, উন্নয়নকর্মী, উপন্যাসিক ও ছােট গল্পকার, লেখিকা। সমসাময়িক ঘটনা, নারী ও শিশু নির্যাতন নিয়ে প্রচুর লিখেছেন দেশের দৈনিক পাক্ষিক ও মাসিক পত্রিকাগুলােতে। দেশের বাইরেও তার বেশ কিছু লেখা প্রকাশিত হয়েছে। সে সাবলীলতা ও স্বাচ্ছন্দ্য গতি তার উপন্যাসের প্রধান বৈশিষ্ট্য। কুশলী রচনায় তার গল্পের প্রধান উপজীব্য জীবনবােধ 'জীবন যন্ত্রণা প্রেম ভালােবাসা ফুটিয়ে তুলেছেন। জীবনের সুখ-দুঃখ, চমকপ্রদ হৃদয়গ্রাহী। তার একটি স্বপ্ন গ্রাম বাংলার নারীরা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় সে জন্য তিনি তার গ্রামে একটি স্কুল ও মসজিদ প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন। তিনি দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক, দিনাজপুর লেখিকা সংঘের। সভানেত্রী, রুরাল কমিউনিটি ডেভলপমেন্ট এসােসিয়েশনের আরসিডিএ-এর পরিচালক, দিনাজপুর প্রেসক্লাবের সদস্য, গণ উন্নয়ন গ্রন্থাগারের সহ-সভাপতি, ওয়েবের সহ-সভাপতি, নাসিবের সদস্য, দিনাজপুর জেলা কনজুমার। এসােসিয়েশনের দিনাজপুর জেলা সদস্য, নাগরিক ফোরামের সহ-সভাপতি। তিনি বিভিন্ন অবদানের জন্য বেশ কিছু পুরস্কার পেয়েছেন।

জিনাত রহমান এর বইসমূহ