জেসমিন আরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করে বাংলাদেশে সরকারি ও বেসকারি কলেজে অধ্যাপনা করেন ২০০৫ পর্যন্ত। বর্তমানে তিনি রিক্রিয়েশন থেরাপি বিষয়ে ডিগ্রী অর্জনের উদ্দেশ্যে সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লিমান কলেজে অধ্যয়ন করছেন। তিনি কবিতা, ছােটগল্প, ভ্রমণকাহিনী, ও প্রবন্ধ লিখে থাকেন। তার লেখা বাংলাদেশ এবং নিউ ইয়র্কের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ২০১১ সালের বাংলা একাডেমি বই মেলায় তার প্রথম কাব্য সংকলন ‘অরুণােদয়' প্রকাশিত হয়। এরপর ২০১২ সালে ভ্রমণ কাহিনী “দূরপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য” এবং ২০১৩-এ প্রকাশিত হয় প্রথম গল্প সঙ্কলন। ২০১৯-এ তার লেখা ইংরেজি গল্প, Abigail নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাহিত্য সঙ্কলন “The Golden Leaves (Stories by Bengali Women in North America)” -এ প্রকাশিত হয়। এছাড়া "Asian American Voices”ম্যাগাজিনে। Eloise' নামে তাঁর আরাে একটি ইংরেজি গল্প ছাপা হয়। বই পড়া, নতুন নতুন জায়গায় ভ্রমণ করা, এবং রান্না করা তার প্রিয় শখ।