Loading...
জসীম উদ্দিন রাসেল
লেখকের জীবনী
জসীম উদ্দিন রাসেল (Jasim Uddin Rasel)

জসীম উদ্দিন দি ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ বাংলাদেশ (আইসিএবি)-র ফেলো মেম্বার। তিনি ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কোম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্ট, ট্যাক্স অ্যাডভাইসরি, ট্যাক্স কমপ্লায়েন্স ইত্যাদি কাজে সহায়তা দিয়ে থাকেন। একটি কোম্পানির ট্যাক্স প্লানিং কী হওয়া উচিত, কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি ট্যাক্স সুবিধা পাওয়া যাবে এসব বিষয়ে তিনি পরামর্শ দিয়ে থাকেন। এবং ট্যাক্স অ্যাসেসমেন্টের পর কোম্পানি সুবিধা বঞ্চিত হয়ে থাকলে আপিল ও ট্রাইবুনালে যাওয়ার জন্য কী স্ট্র্যাটেজি হওয়া উচিত এসব বিষয়েও পরামর্শ দিয়ে থাকেন। ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজের পাশাপাশি তিনি ট্রেইনার হিসেবে বিভিন্ন কর্পোরেট হাউজে ট্রেইনিং নিয়ে থাকেন। আইসিএবি-তে ট্যাক্স এবং ভ্যাট পড়িয়ে থাকেন। তার নিজের একটি অনলাইন ট্রেইনিং প্লাটফরম taxpertbd.com রয়েছে। ট্যাক্সপার্ট-এ ট্যাক্স এবং ভ্যাটের উপর গুরুত্বপূর্ণ অনলাইন কোর্স রয়েছে। খুবই অল্প খরচে ঘরে বসে যে কেউ এই কোর্সগুলো করতে পারছেন। জসীম উদ্দিন রাসেল নামে ট্যাক্স এবং ভ্যাটের উপর তার লেখা দেশের শীর্ষ স্থানীয় পত্রিকা ‘প্রথম আলো’, বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপোর্টাল ‘বিডিনিউজ২৪ডটকম’, বাংলাদেশের প্রথম অর্থনীতি বিষয়ক ইংরেজি পত্রিকা ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’-এ প্রকাশিত হয়েছে। এছাড়া তার নিজের ব্লগ jasimrasel.com -এ নিয়মিত লিখছেন যা পড়ে পাঠকরা ট্যাক্স এবং ভ্যাটের উপর নিজেকে আপডেট রাখতে পারছেন। তার লেখালেখির শুরু ছাত্র অবস্থায় জনপ্রিয় সাপ্তাহিক যায়যায়দিন থেকে পরে যা দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। তিনি পছন্দ করেন ভ্রমণ করতে, মিউজিক শুনতে, মুভি দেখতে। তার মুভি রিভিউ দৈনিক যায়যায়দিন, ইতিহাসভিত্তিক মাসিক পত্রিকা রুটস, ফ্যাশন ম্যাগাজিন লাইফস্টাইল এ প্রকাশিত হয়েছে। সমসাময়িক ব্যবসা এবং অর্থনীতির উপর তার লেখা অনলাইন পত্রিকা বিপরীত স্রোতে নিয়মিত প্রকাশিত হয়।

জসীম উদ্দিন রাসেল এর বইসমূহ