Loading...
জাকারিয়া স্বপন
লেখকের জীবনী
জাকারিয়া স্বপন (Jakaria Shopon)

জন্ম: ৯ ডিসেম্বর ১৯৭০, ময়মনসিংহ। বাবা রজব আলী এবং মা মরহুমা ছালেহা খাতুন।। ময়মনসিংহ জিলা স্কুল আর ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়া করেন কম্পিউটার বিজ্ঞানে ও প্রকৌশল বিদ্যায়। পাশ করে প্রতিষ্ঠা করেন প্রশিকা কম্পিউটার সিস্টেমস এবং বাংলাদেশে ইন্টারনেট প্রযুক্তিকে জনপ্রিয় করে তােলেন। তারপর কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স করতে চলে যান টেক্সাস এ. এন্ড. এম বিশ্ববিদ্যালয়ে। বিশ্বখ্যাত সিসকো সিস্টেমে চাকরী নিয়ে চলে যান সিলিকন ভ্যালী, ক্যালিফোর্নিয়াতে। ২০০৪ সালে দেশে এসে যৌথভাবে প্রতিষ্ঠা করেন র্যাংকস টেলিকম || দায়িত্ব পালন করেন চীফ অপারেটিং অফিসারের । ২০০৭-এ যুক্তরাষ্ট্রে ফিরে এসে পুনরায় যােগ দেন সিসকো সিস্টেমসে। শখ: লেখালেখি, ম্যাগাজিন, ইন্টারনেট আর ওয়েব সাইট http://priyo.com প্রথম প্রকাশিত উপন্যাস “টুইন টাওয়ার”। স্ত্রী রুমানা আফরােজ এবং একমাত্র মেয়ে সুনিভা শ্রেয়া।

জাকারিয়া স্বপন এর বইসমূহ