Loading...
জাহিদ রেজা নূর
লেখকের জীবনী
জাহিদ রেজা নূর (Jahid Reza Nur)

জাহীদ রেজা নুর ছােটদের জন্য লিখছেন অনেকদিন ধরে ছেলেবেলা থেকেই শিশুসাহিত্য গুলে খাওয়ার চেষ্টা করেছেন। ফলে, শিশুদের উপদেশ দেওয়ার চেয়ে শিশুদের কাছ থেকে উপদেশ নেওয়ার দিকেই তার ঝোঁক। প্রতি বছর একবার দলবলসমেত বেরিয়ে পড়েন ভ্রমণে, তারপর সে ভ্রমণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখে ফেলেন উপন্যাস। সে উপন্যাসের নায়ক অবধারিতভাবেই শিশু বা কিশাের । বড়রাও থাকেন সে লেখায়, থাকতেই হয়, কিন্তু তারা কখনও মুখ্য হয়ে ওঠেন না। জন্ম ২৭ অক্টোবর। ভাষাতত্ত্ব বিষয়ে পিএইচডি করেছেন। প্রথম আলাে পত্রিকায় কাজ করছেন দীর্ঘদিন ধরে। বিদেশি ভাষা থেকে শিশুদের জন্য অনুবাদ করার নেশা আছে। তার বইয়ের সংখ্যা ১৫ ছাড়িয়ে গেছে। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হােসেন তার বাবা। মা নূরজাহান সিরাজী। আটভাইয়ের মধ্যে সপ্তম তিনি। স্ত্রী, মেয়ে সনকা আর ছেলে শৌনককে নিয়ে তার সংসার। সারা জীবন ছােটদের মতাে করে ভাবতে চান তিনি। আর ভাবেন, ইস! যদি বড় হতে না হতাে!