পুরো নাম মো. জাহিদুর রহমান। পিতার চাকরির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয়ে পড়াশুনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে বদলির সুবাদে দেশের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পেশা ও সংষ্কৃতির মানুষ দেখার সুযোগ হয়েছে। ২০১৭ সালে সরকারি শিক্ষা বৃত্তি নিয়ে ইংল্যান্ডে যান। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করে। লেখক হওয়ার স্বপ্ন ছিল না, কখনও কোনো লেখাও প্রকাশ হয়নি। সহধর্মিনী শাপলা পেন্সিলে লেখালিখি করত। স্ত্রীর লেখা পড়ে সমালোচনা লিখতে হতো। এভাবেই দুই লাইন লেখার অভ্যাস শুরু। আস্তে আস্তে লেখার নেশা পেয়ে বসল। পেশাগত কারণে সমাজের সকল পথ দেখার সুযোগ হয়েছে। সাধারণ মানুষের বেঁচে থাকার প্রচেষ্টা মনকে নাড়া দিয়েছিল, সেই প্রেরণা থেকেই উপন্যাস লেখায় মনোনিবেশ করেন।