জন্ম ২ জানুয়ারি ১৯৬৮ সালে,কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাদবা গ্রামে। পিতা:ছিদ্দিকুর রহমান; মাতা: আফিয়া খাতুন। তিনি ২৯ বছর ধরে দেশের অন্যতম বৃহত্তম জীবনবিমা প্রতিষ্ঠানে কর্মরত। তিনি একজন ট্রেইনার ও মোটিভেশনাল বক্তা হিসাবে সমধিক পরিচিত। তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার চেষ্টা করেন বিশ্বাসের পরশে। পেশাগত কাজের পাশাপাশি তিনি নানা সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত। আল্লাহর অশেষ রহমতে তিনি নিজ গ্রামে নিজের ব্যক্তিগত জায়গায় নির্মাণ করেন বায়তুল আমান মসজিদ'। তাঁর শেষ কামনা- মহান আল্লাহর সন্তুষ্টি। যা আমাদের কাঙ্খিত সফলতা। জীবন চলে যাবে, রয়ে যাবে শুধু আপন সুকর্মের সুফল। তিনি সমৃদ্ধশালী-সচেতন সমাজ কামনা করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।