Loading...
ইশরাত জাহান ঊর্মি
লেখকের জীবনী
ইশরাত জাহান ঊর্মি (Ishrat Jahan Urmi)

ইশরাত জাহান উর্মি জন্ম : ২৯ জুন, ১৯৮১, ফরিদপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশােনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। বিভিন্ন অনলাইন পাের্টাল এবং দৈনিক ও ম্যাগাজিন পত্রিকায় নিয়মিত লিখেছেন নারীবাদ বিষয়ক কলাম। এছাড়া ছােটগল্প ও উপন্যাস লিখেছেন। নারীবাদ মূল আগ্রহের জায়গা। এখন কাজ করছেন একটি বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে। নারীবাদ বিষয়ক একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রথম উপন্যাস ‘কেউ খুঁজেছিল আলাে’ পেয়েছে সিটি আনন্দ আলাে পুরস্কার অন্যান্য বই, কেউ খুঁজেছিল। আলাে- অনন্যা বাসনাকুসুম- অনন্যা আবছায়াঅনন্যা ভিতরে বিষের বালি-শ্রাবণ পুরুষনামা-অন্বয় প্রকাশনী। নিমশহরের নাদিম মাহমুদ’ লেখকের প্রথম গল্পগ্রন্থ।