ইশরার হাবিব ১৯৯৬ সালের ১৬ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে, এবং পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে ‘গ্লোবাল মাইগ্রেশন’ এ এমএসসি সম্পন্ন করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে। ২০২১ সালে যুক্তরাজ্যের বার্মিংহ্যামে অবস্থিত Sampad South Asian Heritage নামক উন্নয়ন-সংস্থা বাংলাদেশ, বার্মিংহ্যাম, এবং পাকিস্তানের নারীদের লেখা একটি গল্প/কবিতার সংকলন-গ্রন্থ ‘My City My Home’ প্রকাশ করে যেখানে তার একটি ইংরেজি ছোটগল্প ‘Belonging’ এবং একটি বাংলা কবিতা প্রকাশিত হয় প্রথমবারের মত। কবিতা, গান, বই-পড়া, আড্ডা, ঘোরাঘুরি তার পছন্দের কাজ। অবসরে বাজান বেহালা। তিনি ‘ক্লেফস মিউজিক ফাউন্ডেশন’ নামক একটি অলাভজনক সংস্থার সহ-প্রতিষ্ঠাতা যা বড় স্বপ্ন নিয়ে সংগীত-শিক্ষা বিষয়ে বাংলাদেশে ক্ষুদ্র-পরিসরে কাজ করে চলেছে। তার ছোট্ পরিবারটিতে রয়েছে তার মা, নীলিমা আখতার, বাবা, এ কে এম হাবিবুর রহমান, এবং তার কুকুরছানা তোতোরো।