ইমামুল মোত্তাকিন। জন্ম ১৯৯৫ সালের ৫ই জুলাই কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার তাহেরপুর গ্রামে। বাবা মোঃ গোলাম মোস্তফা মিয়া, মা মোসলেমা বেগম। University of Asia Pacific থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন। ভারতীয় বিখ্যাত সাহিত্যিক আনিতা দেশাই এর ছোটগল্প Games at Twilight এর চিত্রনাট্যের জন্য বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ নাটক প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি আন্তঃবিভাগ নাটক প্রতিযোগিতায় শেক্সপিওয়রের Othello নাটকের জন্য সেরা নাট্য পরিচালকের পুরস্কার অর্জন করেন। ইশকুল থেকেই বিশ্বসাহিত্যের বইপড়া কর্মসূচির সাথে জড়িত এবং ২০১৮ সাল থেকে বিশ্বসাহিত্যের পাঠচক্রের নিয়মিত সদস্য। ২০১৯ সালে ইংরেজি সাহিত্যের রোমান্টিক কবিদের নিয়ে তাঁর গবেষণা প্রবন্ধ ULAB বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়েছে। ইংরেজি ভাষার পাশাপাশি জার্মান ভাষাতেও পারদর্শি। জাতীয় পত্রিকা ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখে আসছেন। তিনি কবিতা, গল্প ও অনুবাদ নিয়ে কাজ করছেন তবে কবিতায় নিজের শান্তি খুঁজে পান। তিনি তরুণের বিপন্ন চোখে দেখছেন সম্ভাবনার ভবিষ্যৎ যেখানে মিশে থাকে রক্ত-মাংসের জীবন অথবা গুটিকয়েক মৃত কবিদের রক্তপুঁজের বৃথা আর্তনাদ সভ্যতার রক্তপিপাসু জিহ্বার প্রতিরোধে।