Loading...
ইকতিয়ার চৌধুরী
লেখকের জীবনী
ইকতিয়ার চৌধুরী (Ikhtiar Chowdhury)

ইকতিয়ার চৌধুরীর জন্ম ডিসেম্বর ১৯৫৪ সিরাজগঞ্জ ।। পিতা নতুন কবিতার অন্যতম কবি মরহুম চৌধুরী ওসমান । মাতা এইচ সুলতানা গৃহিণী। সত্তরের শেষভাগ হতে গদ্য লিখছেন। প্রথম প্রকাশিত গল্প লণ্ঠন’ কবি আহসান হাবীব সম্পাদিত দৈনিক বাংলার সাহিত্য পাতায়। গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনিসহ প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৮ সংখযােগ্য গ্রন্থ : যমুনা সম্প্রদায়, সােনালী জীবনের ভার, সমতটের স্বর এবং যুদ্ধের পর মুক্তিযােদ্ধা। পেশাগত জীবনে সর্বশেষ স্পেনে রাষ্ট্রদূত এবং জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বিবাহিত। স্ত্রী লীনা চৌধুরী গৃহবধূ। তারা দু’পুত্রের জনক-জননী।

ইকতিয়ার চৌধুরী এর বইসমূহ