I A R Wylie- (১৮৮৫-১৯৫৯) জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। কর্মসূত্রে জীবন কাটিয়েছেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। মূলত কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। কবিতাও লিখেছেন কিছু। গ্রন্থের সংখ্যা ৪০-এর উপর। তাঁর গল্প বলার ক্ষমতা এত চমৎকার ছিল যে সেগুলোর ওপর ভিত্তি করে ৩০টির মত চলচ্চিত্র নির্মিত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত জর্জ কুকার পরিচালিত ক্যাথেরিন হেপবার্ন অভিনীত ১৯৪২ সালের ছবি কিপার অব দ্য ফ্লেম।/অনুবাদক কবির চান্দ জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অবলোকন করতে চান। উৎসুক তিনি ভিন্ন রকম পাঠেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক। একই বিভাগ থেকে স্নাতকোত্তর, আরেকবার মাস্টার্স করেছেন অর্থনীতিতে, জাপান থেকে। কিছুদিন পড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অসম্ভব রকম বৈচিত্র্য-সন্ধানী কবির চান্দ ভালোবাসেন পড়াতে, তার চেয়েও বেশি, পড়তে। এক সন্তানের জনক। জন্মেছেন নরসিংদীর রায়পুরায়, ১৯৭১ সালে। প্রকাশিত গ্রন্থ: খুনি ও বুদ্ধিজীবী (ছোট গল্প), আমার বাবা রবীন্দ্রনাথ (অনুবাদ)।