হাসানুর রহমান শিশু সাহিত্যিক হিসেবে সুপরিচিত হাসানুর রহমান প্রায় পাঁচ দশক ধরে ছােটদের জন্যে লিখেছেন ছড়াকবিতা, রূপকথা, গল্প-নিবন্ধ, একাংকিকা ইত্যাকার কত কিছু। এ বইটি দিয়ে তাঁর এ যাবত প্রকাশিত বইয়ের সংখ্যা দশটি। বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদের হাজী মােহাম্মদ মহসিন স্বর্ণপদক ১৩৯৭ বাং’, ঢাকার ভাস্কর নাট্যদলের ‘ভাস্কর নাট্যদল মিলেনিয়াম ২০০০ পুরস্কার এবং রাজশাহীর ‘খাজা স্মৃতি পাঠাগার ফেলােশীপ ২০০২'-এ ভূষিত হাসানুর রহমানের জন্ম ১৯৪৬ সালের ২২ আগস্ট নাটোর জেলার সিংড়া উপজেলার অন্তর্গত লালাের গ্রামে। হাসানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ হতে ১৯৬৮ সালে বিএ (অনার্স) ও ১৯৬৯ সালে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। ষাটের দশকে (১৯৬৬-৭০ ইং) ঢাকার অধুনালুপ্ত শিল্পী-সাহিত্যিক গােষ্ঠী ‘পূর্বাশা’র দফতর সম্পাদক ছিলেন। ১৯৭২ সালে ঢাকা হতে প্রকাশিত অধুনালুপ্ত দৈনিক ‘সমাজ পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৯৪-৯৫ সালে পেট্রোবাংলার বাখরাবাদ গ্যাস সিস্টেম্স লিঃ-এর ঢাকা লিয়াজোঁ অফিসে ব্যবস্থাপক (জনসংযােগ) হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগরীতে প্রবাসী হন। তিনি যুক্তরাষ্ট্রস্থ সােহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি, নিউইয়র্কস্থ শিল্পী-সাহিত্যিক-সাংবাদিক গােষ্ঠী ‘বনলতা’র প্রধান পরিচালক, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী কমুনিটির অন্যতম বার্তা সংস্থা বাপুস নিউজ এজেন্সীর চেয়ারম্যান এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা। একাধারে শিশু সাহিত্যিক ইতিহাসবিদ ও সাংবাদিক হিসেবে পরিচিত হাসানুর রহমানের এবারের এই তথ্যসমৃদ্ধ বই ‘নাটোরের বনলতা সেন' মূলতঃ ছােটদের জন্যে লেখা হলেও সর্বস্তরের পাঠক আকৃষ্ট হবে নিঃসন্দেহে।