Loading...
হাবিবুর রহমান জুয়েল
লেখকের জীবনী
হাবিবুর রহমান জুয়েল (Habibur Rahman Juwel)

হাবিবুর রহমান জুয়েল, বয়সে তরুণ হলেও যােগ্যতায় দক্ষ রূপকার। তার ধারালাে ও সাহসি লেখা দিয়ে উত্তরােত্তর জয় করে চলেছেন পাঠকের হৃদয় । চাদপুর জেলার ফরিদপগঞ্জ থানাধীন চররাঘবরায় গ্রামে এই জীবনদর্শী লেখকের জন্ম। তাঁর পিতা আলহাজ রুহুল আমিন পাটওয়ারি; মাতা ফয়জুন নেসা বেগম। পড়াশুনা; ঢাকার নটরডেম কলেজ; তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সম্মানসহ এম এ। বছর চারেক দৈনিক ইত্তেফাকে ফিচার প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাহসি বক্তব্য তুলে ধরার জন্য তার লেখা রঙিন ফানুস উপন্যাসটি পাঠক মহলে বেশ আলােড়িত হয়েছে। এ ছাড়া তার কেউ নেই উপন্যাসটিও পাঠক মহলে নন্দিত হয়েছে। ভবিষ্যতে তিনি বিশিষ্ট জীবনশিল্পী হবেন-এই বিশ্বাস ও প্রত্যাশা রইলাে।