Loading...
হাবিবুল আলম (বীর প্রতীক)
লেখকের জীবনী
হাবিবুল আলম (বীর প্রতীক) (Habibul Alam (Bhir-Pratik))

জনাব হাবিবুল আলমের জন্ম ১৯৫০ সালের মে মাসে। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে পড়ার সময় মুক্তিযুদ্ধের গােড়ার দিকে ১৯৭১ সালের এপ্রিল মাসেই তিনি ২ নম্বর সেক্টর এবং কে-বাহিনীর কমান্ডে এই যুদ্ধে যােগ দেন। তিনি ১৭ জন তরুণের একটি গেরিলা দলের নেতা হয়ে ১৯৭১ সালের মে মাসের শেষ দিকে ঢাকা শহরে আসেন শহরের প্রাণকেন্দ্রে গেরিলা অভিযান চালাননার জন্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং সাহসিকতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর প্রতীক খেতাব দেন। স্কুলজীবন থেকে তিনি স্কাউট আন্দোলনের সাথে জড়িত। তিনি এক সময় বিশ্ব স্কাউট কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে এই কমিটির একজন সদস্য। বিশ্ব স্কাউট আন্দেলনে অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে নানা দেশ আন্দোলনের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করে।

হাবিবুল আলম (বীর প্রতীক) এর বইসমূহ