Loading...
গোলাম সারোয়ার
লেখকের জীবনী
গোলাম সারোয়ার (Golam Sarowar)

নাট্যকার, নির্দেশক ও নাট্য প্রশিক্ষক, জন্ম ১৯৫২ সালে। স্থায়ীবাস কুড়িগ্রাম জেলার কাশিপুর গ্রামে। আদিবাস দিনহাটা, শুকারুর কুঠি (পশ্চিমবঙ্গ)। সাহিত্যে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন এবং নাট্যকলা বিষয়ে ভারতের এনএসডি থেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত হন। তাঁর উল্লেখযোগ্য নির্দেশিত, রচিত এবং রূপান্তরিত নাটকসমূহ : ভদ্দরলোক, ঘরজামাই, ক্ষেতমজুর খইমুদ্দিন, সোঁদা মাটির গন্ধে, পালাকারের নক্সা, গাজী কালু চম্পাবতী, গোয়ার, পালাবদলের পালা, সুলতান ও সুন্ধরী, ক্লিওপেট্রা, বিলকিস বানুর কন্যারা, রাজা, বিদ্যাসুন্দর, সেই বছর সেই সময়, একশ বস্তার চাল। এ ছাড়াও নাট্যকলা বিষয়ে প্রকাশনা মঞ্চব্যবস্থাপনা, দেশ বিদেশের নাটক, নাট্যকলার ভূমিকা, আমাদের লোকনাট্য আমাদের নাটক ইত্যাদি উল্লেখযোগ্য। নাট্যকলা ক্ষেত্রে তাঁর ভূমিকার জন্য অমলেন্দু বিশ্বাস স্মৃতি পদক ২০০৭ (যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ), লোসাউক (খুলনা), ঢাকা থিয়েটার মঞ্চ আরণ্যক নাট্যদল ও তীর্যক (চট্টগ্রাম) থেকে সম্মাননা ও সংবর্ধনাপ্রাপ্ত হন। তিনি সরকারি ও বেসরকারি অমন্ত্রণে নরওয়ে, ইরাক, জাপান, চীন, হংকং, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভারত ও জর্ডান সফর করেন। একজন অভিনেতা ও সংগঠক হিসেবেও তিনি সমাদৃত। তিনি উদীচী, নাট্যচক্র, আইটিআই (বাংলাদেশ কেন্দ্র) এর সদস্য। বর্তমানে তিনি থিয়েটার স্কুল ও নাট্যশিক্ষাঙ্গনের শিক্ষক এবং শিল্পকলা একাডেমীর প্রাক্তন উপ-পরিচালক।