জন্ম ঃ ১৯৬৮ সালের ১৭ই জুন ভালুকায়। শিক্ষা ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে। যন্ত্রকৌশলে স্নাতক তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘ওপরে নীল আকাশ’ পাঠক ও সমালােচক মহলে-দারুন সাড়া ফেলে। পেশায় প্রকৌশলী হলেও সাহিত্য তাকে আষ্টেপিষ্ঠে বেঁধে ফেলেছে। তিনি সাহিত্যকে বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারেন না।। প্রকৌশলী হয়ে তিনি কেন সাহিত্য চর্চা করেন। এই ভেবে তিনি মাঝে মাঝে বিব্রতবােধ করেন। কিন্তু তারপরেও লেখাকেই তিনি তার জীবনের এক মাত্র লক্ষ্য হিসেবে স্থির করেছেন। তিনি স্বপ্ন দেখতে ভালবাসেন। ছােট বেলায় অনেক স্বপ্ন দেখতেন। এখন কেবল সাহিত্য নিয়েই স্বপ্ন দেখেন। তার রচিত সাহিত্য ভান্ডার অনেক সমৃদ্ধ। তিনি এগিয়ে যাচ্ছেন--- তিনি। আপনাদের মন জয় করতে চান।