Loading...
গাজী সাইফুল হাসান
লেখকের জীবনী
গাজী সাইফুল হাসান (Gazi Saiful Hasan)

গাজী সাইফুল হাসান। জন্ম: ৩০ নভেম্বর রাজশাহী শহরে। মাতা: সুফিয়া খানম ও পিতা: আবুল হোসেন গাজী। স্থায়ী নিবাস: কেডিএ আ/এ, শিরোমণি, খুলনা। পিতার সরকারি চাকুরি সূত্রে লেখকের শৈশব ও কৈশোর কাটে রাজশাহী ও নওয়াপাড়ায়। আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ে লেখকের শিক্ষা জীবন শুরু হয়। ষষ্ঠ শ্রেণিতে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে উক্ত বিদ্যালয় থেকে ২০০২ খ্রিস্টাব্দে এসএসসি এবং নওয়াপড়া মডেল কলেজ থেকে ২০০৪ খ্রিস্টাব্দে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগ থেকে যথাক্রমে ২০০৮ ও ২০০৯ খ্রিস্টাব্দে এলএল.বি. (অনার্স) ও এলএল.এম. ডিগ্রি অর্জন করেন। ২০১০ খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটে শিক্ষক হিসেবে যোগদান করে বর্তমানে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ছয়। তাঁর একাধিক আইন সংশ্লিষ্ট গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে এবং দেশে-বিদেশে বিভিন্ন সম্মেলনে একাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের একজন নিয়মিত বাংলা সংবাদ পাঠক।