ইলা মজুমদারের জন্ম পাবনার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে দর্শনশাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করেন। বাড়ির সাংস্কৃতিক পরিবেশ তাঁকে সঙ্গীতশাস্ত্রের প্রতি বিশেষভাবে আকৃষ্ট করে। ১৯৫৪ সালে প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বারীণ মজুমদারের সংস্পর্শে তার শিক্ষাগ্রহণ একটি ভিন্নমাত্রা লাভ করে। ১৯৬০ সালে তাঁরা পরিণয় সূত্রে আবদ্ধ হন। দেশের প্রথম সঙ্গীত মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় বারীণ মজুমদারের নিরলস প্রয়াসের পাশে সব সময় তাঁর অবস্থান ছিল এক নির্ভরযােগ্য সহযােদ্ধার, যিনি কঠিন দুঃসময়ে সামনে এগিয়ে যেতে প্রেরণা যােগান।। কেবল একজন সঙ্গীত সাধকের স্ত্রী হিসেবেই নয়, আপন মহিমায়— ইলা মজুমদার আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের ভুবনে দ্যুতিমান। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী। বিভিন্ন জাতীয় স্তরের সঙ্গীত প্রতিযােগিতায় প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেছেন। সঙ্গীতচর্চার পাশাপাশি শিক্ষকতার সঙ্গেও তিনি জড়িত। দর্শনশাস্ত্রে অধ্যাপনা করেছেন দীর্ঘদিন। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ২২ বছর শিক্ষকতা করার পর তিনি অবসর গ্রহণ করেছেন।