Loading...
ড. ওয়াকিল আহমদ
লেখকের জীবনী
ড. ওয়াকিল আহমদ (Dr. Wakil Ahmed)

জন্ম: ৫ এপ্রিল ১৯৪১।। শিক্ষা: এম.এ., পিএইচ-ডি. ডি-লিট পেশা ও পদ: অধ্যাপনা, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যাল; প্রাে-উপাচার্য- ঢা. বি., উপাচার্য: জাতীয় বিশ্ববিদ্যালয় । জাতীয় পুরস্কার: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৯৪); একুশে পদক (২০০৪) পদক: মনিরুদ্দীন পদক, কলিকাতা বিশ্ববিদ্যালয় (১৯৯২); আবদুর রব চৌধুরী স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৮০); মুহম্মদ ইব্রাহিম স্মারক স্বর্ণপদক, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৯০); ড. দীনেশচন্দ্র সেন স্বর্ণপদক, কলিকাতা (২০০৫)। গ্রন্থ: গবেষণামূলক ত্রিশখানি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা (১৯৮৩, ১৯৯৭); ২. বাংলার লােক-সংস্কৃতি। (২০০৬, ৬ষ্ঠ সং); ৩. বাংলা রােমান্টিক প্রণয়ােপাখ্যান (২০০৯, ৮ম সং); ৪. বাংলা। সাহিত্যের পুরাবৃত্ত (অখণ্ড ২০০২, ৩য় সং); ৫. বাংলার মুসলিম বুদ্ধিজীবী (১৯৮৫, ২০০১); ৬ বাংলায় বিদেশী পর্যটক (২০০১, ৩য় সং); ৭.। বাংলা লােক-সংগীতের ধারা (২০০৬); ৮. বাংলা লােকসাহিত্যের ধারা (২০০৬); ৯. লালন-গীতি সমগ্র (২০০২, ২০০৫); ১০. বাংলা রেনেসাঁ ও অন্যান্য প্রসঙ্গ (২০০৪); ১১. লােকসংস্কৃতি (২০০৭); ১২. বাংলার লােক-জ্ঞান ও লােক-প্রযুক্তি (২০০৯); ১৩. বাংলা লৌকিক জ্ঞানকোষ। (২০০০); ১৪. বাংলা কাব্যের রূপ ও ভাষা । (২০০৩, ৩য় সং); ১৫. লােককলা প্রবন্ধবলি (২০০৫, ২য় সং)।।