Loading...
ড. তাবারক হোসেন
লেখকের জীবনী
ড. তাবারক হোসেন (Dr. Tabarak Hossain)

ড. তাবারক হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাছাড়া কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়ন করেন। ড. তাবারক বিমান বাহিনির একজন চৌকস অফিসার ছিলেন। স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি কর্পোরেট জগতে আসেন এবং বর্তমানে একটি আর্থিক প্রতিষ্ঠানের সফল শীর্ষ ব্যক্তিত্ব। পাশাপাশি তিনি দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি একজন টেলিভিশন নাট্যকার। এভাবে দেশ বিদেশের বৈচিত্র্যময় অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। সামাজিক দায়বদ্ধতার জন্য তিনি লেখালেখি ও অধ্যাপনা করেন। নিজের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করাই তার মূল উদ্দেশ্য। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস ‘শ্বেতপদ্ম’, ‘ব্রেসলেট’, ‘একরাত্রি’, ‘নিষ্পত্তি’, ‘বিজিতা’ ইত্যাদি। সম্প্রতি তিনি ‘মোটিভেশন প্রতিদিন’ শিরোনামে একটি আত্ম-উন্নয়নমূলক গ্রন্থ লিখেছেন। গ্রন্থটি বিপুল সাড়া জাগিয়েছে। তিনি ১৯৬২ সালের ৩১ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় জন্ম গ্রহণ করেন। স্ত্রী রোজিনা চৌধুরী ও একমাত্র কন্যা নাবিলাহ্ সহ তাঁর রয়েছে তিন সদস্যের একটি ছোট্ট- সুখী সংসার।