Loading...
ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ
লেখকের জীবনী
ড. রুহুল কুদ্দুস মোঃ সালেহ (Dr. Rohul Kuddus Md: Saleh)

বিশিষ্ট গবেষক ও শিক্ষক ড. এ কে এম ইয়াকুব আলী ১৯৩৯ সালের ১ আগষ্ট বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাটধুমা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৬২ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে এম এ পাস করে একই বিভাগে ১৯৬৩ সালে একজন নবীন শিক্ষক হিসেবে যােগদান করেন। বিমক ফেলােশিপ নিয়ে তিনি ১৯৮২ সালে উক্ত বিশ্ববিদ্যালয় হতে পিএইচ. ডি. লাভ করেন। তিনি সুদীর্ঘ চার দশকের অধিককাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে ২০০৪ সালের ৩১ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রফেসর হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি একজন প্রাচ্যভাষাবিদ, মুসলিম মুদ্রা ও প্রস্তরলিপি বিশারদ এবং সর্বোপরি একজন সফল গবেষক। তার নিরলস গবেষণা ও পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে প্রফেসর ইমেরিটাস পদে নিয়ােগ দান করে এবং তিনি ২০০৫ সালের আগস্ট হতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে উক্ত পদে কর্মরত আছেন।