নিগার চৌধুরীর জন্ম মুন্সিগঞ্জ (বিক্রমপুর) জেলার ধাইদা গ্রামে। পৈত্রিক নিবাস একই জেলার গজারিয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ বি.এ.এম.এ ও পিএইচডি ডিগ্রী অর্জন করেন। নৃত্যশিল্পী নৃত্যকলার শিক্ষক, পরিচালক, আবৃত্তি শিল্পী ও উপস্থাপক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ১৯৭৯ সালে বাংলাদেশ । শিল্পকলা একাডেমীর নৃত্যকলা বিভাগে। ১৯৮১ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে যােগদান করেন। চাকুরী জীবনে ইডেন কলেজ সহ বিভিন্ন সরকারী কলেজে অধ্যাপনা করেন। ২০১১ সালে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান থাকা অবস্থায় চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থের নাম- প্রত্যাহত প্রত্যাশা ‘বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বাঙালির সংগ্রাম, উনসত্তরের অগ্নিঝরা দিনগুলি। তাছাড়া বহু গল্প কবিতা গবেষণা মূলক প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে প্রকাশিত হয়েছে। বর্তমানে জাতীয় পর্যায়ের বিভিন্ন সাহিত্য সাংস্কৃতিক ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন।