Loading...
ডাঃ মুনা সালিমা
লেখকের জীবনী
ডাঃ মুনা সালিমা (Dr. Muna Salima)

মুনা সালিমা জাহান সন্দ্বীপের মেয়ে ; প্রয়াত মুক্তিযােদ্ধা বাবার সন্তান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করে সরকারি চাকরিতে যােগদান করেন ১৯৯৭ সালে। এফপিএস ও এমএস করে প্রসূতি ও স্ত্রীরােগ বিশেষজ্ঞ। মেডিকেল এডুকেশনের প্রতি বিশেষ আগ্রহের কারণে ফাউন্ডেশন ফর এডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল, এডুকেশন এন্ড রিসার্চ (ফেইমার) থেকে মেডিকেল এডুকেশনে ফেলােশিপ করেন। ইউরােগাইনেকোলজি বিষয়ে তাইওয়ানের ম্যাকে মেমােরিয়াল হাসপাতাল থেকে ছয় মাসের ফেলােশিপ ট্রেনিং নেন। বর্তমানে সহযােগী অধ্যাপক হিসাবে নিজের শিক্ষাপ্রতিষ্ঠান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে কর্মরত। মেডিকেল কলেজের ছাত্রী থাকাকালীন লেখালেখি, বিশেষ করে বাংলা পত্রপত্রিকায় স্বাস্থ্যবিষয়ক রচনায় হাতেখড়ি। নবীন চিকৎসক অবস্থায় মা ও শিশুর পরিচর্যা এবং প্রাথমিক চিকিৎসা নামে স্বাস্থ্যবিষয়ক দু'টি বই প্রকাশিত নিজের পেশাগত বিভিন্ন সংগঠনের সদস্য হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য হিসাবে নারী অধিকার, বিশেষ করে নারীর প্রজনন ও স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন।