Loading...
ড. খোন্দকার সিরাজুল হক
লেখকের জীবনী
ড. খোন্দকার সিরাজুল হক (Dr. Khondoker Sirajul Haque)

খোন্দকার সিরাজুল হকের জন্ম (১৯৪১) রাজশাহী শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে তিনি কৃতিত্বের সঙ্গে এমএ পাস করেন; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পিএইচডি (১৯৮২) ডিগ্রি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল। অবসর নিয়ে নানা মূল্যবান গবেষণায় নিয়োজিত আছেন। তাঁর উচ্চতর গবেষণা গ্রন্থ মুসলিম সাহিত্য-সমাজ : সমাজচিন্তা ও সাহিত্যকর্ম বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৮৪ সালে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ এবং সাহিত্য ও গবেষণাকর্মে অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলী আখন্দ পুরস্কার (২০১১) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১২)।