খোন্দকার সিরাজুল হকের জন্ম (১৯৪১) রাজশাহী শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৪ সালে তিনি কৃতিত্বের সঙ্গে এমএ পাস করেন; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন পিএইচডি (১৯৮২) ডিগ্রি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনা করেছেন দীর্ঘকাল। অবসর নিয়ে নানা মূল্যবান গবেষণায় নিয়োজিত আছেন। তাঁর উচ্চতর গবেষণা গ্রন্থ মুসলিম সাহিত্য-সমাজ : সমাজচিন্তা ও সাহিত্যকর্ম বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় ১৯৮৪ সালে। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থ এবং সাহিত্য ও গবেষণাকর্মে অবদানের জন্য তিনি লাভ করেন বাংলা একাডেমি পরিচালিত সা’দত আলী আখন্দ পুরস্কার (২০১১) ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১২)।