গল্পকার, চারপাশে সহস্র গল্পে ভিড়ে মানুষের বেড়ে ওঠা-বেঁচে থাকা, জীবনের এইসব গল্পই বর্ণালী মিস্টি লিখে যেতে চান আমৃত্যু। পেশায় চিকিৎসক, গাইনি বিশেষজ্ঞ হিসেবে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টংগী, গাজীপুরে কর্মরত। তিনি ২৪তম বিসিএস-এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা : প্রকৌশলী অমরেন্দ্রনাথ দাশ, পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। মা: রত্না দাশ। স্বামী: প্রফেসর (ডা.) বিধান সরকার, বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়ায় অনেক মেধাবী, ১৯৯৯ সালে এমবিবিএস পাশ করেন এবং ২০১০ সালে গাইনি ও অবস বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ল্যাব এইড ডায়াগোনস্টিক লিমিটেড-এর উত্তরা শাখার ইউনিট-১ এ নিয়মিত রোগী দেখেন। প্রকাশিত গ্রন্থ মেয়েলি অসুখ ও সহজ সমাধান (২০২১) [চিকিৎসা] দৃষ্টির সীমারেখা (২০২২) [গল্প] প্রকাশিতব্য গ্রন্থ দুরবিনে জীবনছবি (২০২২) [উপন্যাস]