Loading...
ড. অশোক বিশ্বাস
লেখকের জীবনী
ড. অশোক বিশ্বাস (Dr. Ashok Biswas)

ড. অশােক বিশ্বাস ১০ মে ১৯৭১ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভূগােল ও পরিবেশবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে Impact of Poverty Alleviation Programs on Environment: A Study of Jessore District বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশের ইতিহাস, ভূগােল ও পরিবেশবিদ্যা, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, নৃবিজ্ঞান, বাঙালির লােকসংস্কৃতি, প্রত্নতত্ত্ব ইত্যাকার বহুমাত্রিক বিষয়ে গভীর আগ্রহ নিয়ে অধ্যয়ন করেন। তিনি ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যােগদান করেন। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগােষ্ঠীগুলাের সামাজ-সংস্কৃতি-ভাষা ও তাদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভাবনা নিয়ে গ্রন্থ ও প্রবন্ধ লেখেন দীর্ঘদিন ধরে। তার প্রকাশিত গ্রন্থ : বাংলাদেশের রাজবংশী; সমাজ ও সংস্কৃতি (বাংলা একাডেমি, ২০০৫), বুনাে (সােসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ২০০৮), বাংলা ভাষায়। ভােটবর্মী ভাষার প্রভাব (বাংলা একাডেমি, ২০০৮), বাংলাদেশের নদীকোষ (বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড, ২০১৫), ঝিনাইদহ জেলার ইতিহাস, মাগুরা জেলার ইতিহাস ইত্যাদি। তিনি দেশ-বিদেশের বিভিন্ন। জার্নালে মাঝে মাঝে লিখে থাকেন।