Loading...
ডা. আনিস আহমেদ
লেখকের জীবনী
ডা. আনিস আহমেদ (Dr. Anis Ahmed)

রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করলেও কখনো স্থায়ীভাবে সেখানে থাকা হয়ে ওঠেনি । বাবা ইঞ্জিনিয়ার হওয়ার কারণে এবং সরকারি চাকরির সুবাদে যাযাবরের মতো দেশের বিভিন্ন জেলায় যেতে হয়েছে সেই ছোটবেলা থেকেই । শৈশব-কৈশোর কেটেছে কুষ্টিয়া জেলার চৌড়হাসে। সেখানেই মুকুল সংঘ বিদ্যানিকেতনে লেখাপড়ার হাতেখড়ি । ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন । সেখানেই যৌবনের সুন্দর দিনগুলো অতিবাহিত করেন এবং লেখালেখি শুরু করেন । মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ ছিলেন তার চাচা। অসম্ভব জ্ঞানী এই মানুষটির সংস্পর্শে তাকে আরো বেশি জ্ঞান-পিপাসু করে তোলে । বিজ্ঞানের ছাত্র হওয়ায় সায়েন্স ফিকশানকেই তিনি লেখার বিষয়বস্তু হিসেবে বেছে নেন । ইতোমধ্যে তার কিছু গল্প, উপন্যাস, জীবনী প্রকাশিত হয়েছে। ‘প্রবাল- ১১’, ‘সাইকোপ্যাথিস্ট’, “লিমোনাস’, ‘ইকুয়িনা’ তার জনপ্রিয় লেখাগুলোর অন্যতম । বর্তমানে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজিতে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন ।

ডা. আনিস আহমেদ এর বইসমূহ