লেখক : ড. আব্দুস সাত্তার। জন্ম : নাটোর জেলার চকবড়াই গ্রামে ১৯৪৭ সালে । শিক্ষা : নাটোর জেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২য় বিভাগে এসএসসি ১৯৬৪ সালে। পাবনা এডওয়ার্ড কলেজে এইচএসসিতে অধ্যয়ন-১৯৬৪-১৯৬৬। ঢাকার চারুকলা অনুষদ থেকে বিএফএ ডিগ্রি (১ম স্থান) ১৯৭১। ভারত সরকারের স্কলারশিপের অধীন বিশ্বভারতীর কলাভবনে উচ্চশিক্ষা গ্রহণ ১৯৭৩-১৯৭৫। চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি (১ম শ্রেণীতে ১ম)। আমেরিকা সরকারের ফুলব্রাইট গ্রান্টের অধীনে নিউইয়র্কের প্ৰাট ইনস্টিটিউিট থেকে ডিস্টিংশনসহ ছাপচিত্রে এমএফএ ডিগ্রী, ১৯৮৭। পিএইচডি ২০০০ সালে। এছাড়া ভারতের চুনারে স্টোন কার্ভিং ক্যাম্প, আমেরিকার জর্জটাউন ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার এবং দক্ষিণ কোরিয়া সরকারের স্কলারশিপে ভিজিটিং কঁলার হিসেবে কোরিয়া ইউনিভার্সিটিতে কোরিয়া ল্যাংগুয়েজে অংশ গ্রহণ। প্রদর্শনী : একুশটি একক এবং দেশে বিদেশে অসংখ্য যৌথ প্রদর্শনীতে অংশগ্রহণ। পুরস্কার : দুটি স্বর্ণপদকসহ ৭টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১টি স্বর্ণপদকসহ দেশে ৯টি পুরস্কার লাভ। এছাড়া পুরস্কারস্বরূপ পেয়েছেন জাপান থেকে সার্টিফিকেট অব মেরিট, পেয়েছেন তাইওয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু সার্টিফিকেট। পেয়েছেন বহু সম্মাননা ক্রেস্ট। সংগ্রহ : আমেরিকার পাের্টল্যান্ড আর্ট মিউজিয়াম, নরওয়ের মিউজিয়াম অব কন্টেম্পােরারি গ্রাফিক আর্ট, মালয়েশিয়ার ন্যাশনাল আর্ট গ্যালারি, যুগােস্লাভিয়ার মিউজিয়াম অব কন্টেম্পােরারি আর্টসহ দেশে-বিদেশে, বহু প্রতিষ্ঠানে লেখক ও শিল্পী সাত্তারের শিল্পকর্ম সংগৃহীত হয়েছে। এছাড়া দেশেবিদেশে অসংখ্য ব্যক্তিগত সংগ্রহে রয়েছে সাত্তারের শিল্পকর্ম। ড. আব্দুস সাত্তার দেশের পত্র-পত্রিকায় নিয়মিতভাবে শিল্পকলা এবং রাজনীতি বিষয়ে কলাম লিখে থাকেন। বর্তমানে ড. আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রাচ্যকলা বিভাগের প্রফেসর । লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থের নাম : ১. শিল্পাচার্য জয়নুল আবেদিন ২. প্রকৃত শিল্পের স্বরূপ সন্ধান ৩. শিল্প সংস্কৃতি রাজনীতি ৪. শিল্পকলা যুগে যুগে ৫. জয়নুলের এগারজন সহকর্মী ৬. বাংলাদেশের নতােন্নত দারুশিল্প, ৭. অলংকার ৮. ল্যান্ডস্কেপ, ৯. আব্দুস সাত্তারের শিল্পকর্ম ১০. সােমনাথ হােরের পত্র : কলকাতার চিত্র।