Loading...
ড. এ এম এম শওকত আলী
লেখকের জীবনী
ড. এ এম এম শওকত আলী (Dr. A M M Shoukat Ali)

এ এম এম শওকত আলী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ১৯৬৪ সালে কিছুদিন সাংবাদিক হিসাবে কাজ করেন । ১৯৬৫ সালে অধ্যাপনা করেন। ১৯৬৬ সালে তদানীন্তন সিভিল সার্ভিস অব পাকিস্তান-এ যােগ দেয়ার পর সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। সরকারি চাকরি থেকে ২০০১ সালে অবসর গ্রহণের পর তিনি গবেষক ও পরামর্শক হিসাবে কাজ শুরু করেন। কলাম লেখক হিসাবে তিনি যাত্রা শুরু করেন ২০০৩ সালের ডিসেম্বর মাসে। দু’টি ইংরেজি ও দু’টি বাংলা দৈনিকে তাঁর কলাম প্রতিমাসে নিয়মিত প্রকাশ হচ্ছে । তাঁর লেখার বিষয়বস্তু প্রধানত কৃষি, খাদ্য, দারিদ্র্য বিমােচন, সুশাসন ও মানবাধিকার সংক্রান্ত। ইংরেজিতে তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে : ফিল্ড এ্যাডমিনিস্ট্রেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (১৯৮২),পলিটিক্স এন্ড ল্যান্ড সিস্টেমস ইন বাংলাদেশ (১৯৮৪), পলিটিক্স, উপজেলা এন্ড ডেভেলপমেন্ট (১৯৮৬), এ্যাগ্রিকালচারাল ক্রেডিট ইন বাংলাদেশ (১৯৯০), অ্যাসপেক্টস্ অব পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ (১৯৯৩), কমপ্রিহেনসিভ বিবলােগ্রাফী অন এ্যাগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (১৯৯৪), দ্য লাের অব দ্য ম্যান্ডারিনস: টুয়ার্ডস এ নন পার্টিজান পাবলিক সার্ভিস (২০০২) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস: এ পলিটিক্যাল এ্যাডমিনিস্ট্রেটিভ পারসপেকটিভ (২০০৪)। উপরােক্ত গ্রন্থাবলির মধ্যে পলিটিক্স এন্ড ল্যান্ড সিস্টেম বাংলায় প্রকাশিত হয়েছে । ফিল্ড এ্যাডমিনিস্ট্রেশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট বইটিও খুব শিগগিরই বাংলায় প্রকাশিত হবে বলে আশা করা যায় । সবকয়টি গ্রন্থই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের জন্য নির্বাচিত গ্রন্থপঞ্জির অন্তর্ভুক্ত।