Loading...
দিনাক সোহানী কবির
লেখকের জীবনী
দিনাক সোহানী কবির (Dinak Sohani Kabir)

ড. দিনাক সোহানী কবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচ.ডি ডিগ্রি অর্জন করার পর ঢাকার প্রাইম এশিয়া, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ২০০৯ সালে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাজ্যে চলে যান। বর্তমানে তিনি লন্ডনের বাংলা টিভি’র একজন পরিচালক, জনপ্রিয় কিছু অনুষ্ঠানের উপস্থাপিকা এবং বাংলাদেশের ইতিহাস সংশ্লিষ্ট গবেষণার কাজে নিয়োজিত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব বাংলায় রেলওয়ের আগমন এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক জীবনের উপর এর প্রভাব ১৮৬২-১৯৪৭' শিরোনামে অভিসন্দর্ভের জন্য ২০০৫ সালে পিএইচ.ডি (Ph.D) ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচ.ডি অভিসন্দর্ভটির উপর ভিত্তি করেই 'পূর্ব বাংলার রেলওয়ের ইতিহাস ১৮৬২-১৯৪৭' নামে বর্তমান গ্রন্থটি প্রকাশিত হয় । শিক্ষকতা ছাড়াও তিনি ইতিহাস বিষয়ক বিভিন্ন দেশী বিদেশী সেমিনারেও যোগদান করেছেন। তাঁর ইতিহাস বিষয়ক লেখা দেশি বিদেশী বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।