Loading...
চিরশ্রী বিশীচক্রবর্তী
লেখকের জীবনী
চিরশ্রী বিশীচক্রবর্তী (Crerocre Bisicrokroboti)

প্রমথনাথ বিশীর একমাত্র কন্যা চিরশ্রীর জন্ম বিহারের মধুপুরে ১৯৪১ খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর- উভয় পরীক্ষাতেই প্রথম স্থান। ১৯৬৯ সালে পিএইচ ডি ও ১৯৮৫ সালে ডি লিট তাঁর উভয় থিসিসের বিষয় ছিল রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের গদ্যভাষা। বিবাহােত্তর কাল থেকে দিল্লিবাসী। দিল্লির শ্রেষ্ঠ কলেজ লেডি শ্রীরামে তিরিশ বছরের অধ্যাপনা। পাচটি মহাদেশের বহুদেশ ঘুরেছেন। অদ্রিকা দেবশর্মা ছদ্মনামে লেখা তাঁর ভ্রমণকাহিনি পাঠকপ্রিয় হয়েছে তার অন্যান্য লেখার মধ্যে ২০০৩ সালে। বাংলাদেশ থেকে প্রকাশিত প্র.না.বি জীবনচর্চা আমার বাবা, কিছু স্মৃতি কিছু বিস্মৃতি- কন্যার দৃষ্টিতে দেখা এক স্বনামধন্য সাহিত্যিকের অসামান্য স্মৃতিচারণ। দেশে-বিদেশে বাঙালিমনের সেতুবন্ধন ঘটিয়ে আন্তর্জাতিক স্তরে বাংলা সাহিত্য চর্চায় নিবেদিত ও আলােচিত পত্রিকা। প্রতীচীর প্রধান সম্পাদক। ব্যক্তিজীবনে তাঁর স্বামী সুধাংশুশেখর চক্রবর্তী ভারতের বিখ্যাত ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা প্রতিষ্ঠান কনসাল্টিং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস- এর পরিচালক। তাঁদের দুই কন্যা। সীমন্তিনী ও বেতসিনী।।

চিরশ্রী বিশীচক্রবর্তী এর বইসমূহ