Loading...
চৌধুরী ফেরদৌস
লেখকের জীবনী
চৌধুরী ফেরদৌস (Chowdhury Ferdows)

Chowdhury Ferdows, জন্ম ১৯৬৫ সালে, বাগেরহাটের রামপাল উপজেলার দক্ষিণ মল্লিকেরবেড় গ্রামে। বাবা চৌধুরী মোহাম্মদ হোসেন আলী খান, মা জোবায়দা খানম। পড়াশোনা করেছেন সেন্ট যোসেফ স্কুল, নটরডেম কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। পেশায় সাংবাদিক। কাজ করেছেন প্রথম আলো, কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রিকায়। বর্তমানে দৈনিক ইত্তেফাকে কর্মরত। শৈশবে লেখালেখিতে হাতেখড়ি। করেন আঁকাআঁকিও। গত শতকের আশির দশকে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এ পর্যন্ত ছয়টি কবিতার বই প্রকাশ পেয়েছে। ১. মধ্যমাঠ পেরোলেই গোলপোস্ট, ২. ফটোকপি চাঁদ, ৩. পাতাসুন্দরী, ৪. বায়োনিক বসন্ত, ৫. রঙের গেলাস, ৬. রক্তফুল।

চৌধুরী ফেরদৌস এর বইসমূহ