ভূঁইয়া সফিকুল ইসলামের জন্ম ১৯৫৭ সালে বাগেরহাটে। তাঁর কবিতা মননশীলতা ও দার্শনিকতায় ঋদ্ধ। সম্প্রতি গীতি কবি রূপে তার উজ্জ্বল আবির্ভাবও সুধী মহলের দৃষ্টি কেড়েছে। তার গান বাণী প্রধান। ভাবও বিচিত্র সঞ্চারী। নিজের গানের সিডি বের হয়েছে চারটি। আরও কয়েকটি সিডি বেরােনাের অপেক্ষায়। সিডির বিক্রয়লব্ধ আয় থেকে সঙ্গীত কল্যাণ তহবিল ফান্ড গঠনের জন্য তিনি বাংলাদেশ সঙ্গীত সংগঠন পরিষদকে উল্লেখযােগ্য আর্থিক অনুদান দিয়েছেন। এই কবি মনে-প্রাণে মুক্ত চিন্তার ধারক। অসাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদবিরােধিতা, আন্তর্জাতিকতা, সময় ও স্বদেশ ভাবনা তাঁর কবিতাকে ভিন্ন মাত্রা দিয়েছে। এ গ্রন্থের কবিতাগুলাে প্রেম, দ্রোহ, সংশয়, সময় ও সমাজ চেতনায় ঋদ্ধ। জীবন সম্পর্কে তার উপলব্ধির সততা পাঠক মননে নাড়া দেবে।