Loading...
বুরহান উদ্দিন
লেখকের জীবনী
বুরহান উদ্দিন (Burhan Uddin)

বুরহান উদ্দিন বাংলাদেশের জামালপুরে জন্মগ্রহণ করেন। দেশ সেরা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষা অর্জনের জন্য তুরস্কে গমন করেন। তুরস্কে তিনি অর্থনীতি ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে পড়াশুনা করার পাশাপাশি Institute of Islamic Thought এবং Economic and Social Researches Center এ গবেষণা সহকারী হিসেবে কর্মরত করছেন। তুর্কি থেকে বাংলা ভাষায় অনুবাদ সাহিত্যে তার ভূমিকা সাম্প্রতিককালে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। তার অনূদিত বই সংখ্যা দশের অধিক।

বুরহান উদ্দিন এর বইসমূহ