আয়াত আলী পাটওয়ারী বরাবরই একজন গণমুখি সিরিয়াসধর্মী লেখক ও কবি। চাঁদপুর জেলার কচুয়া থানার মেঘদাইর গ্রামে ১৯৫৪ সনের ১ জুন এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। রাষ্ট্রবিজ্ঞান ও আইনশাস্ত্র নিয়ে লেখাপড়া করলেও বাংলা সাহিত্যে তার অগাধ দখল ইতিমধ্যে প্রমাণিত। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থ উপন্যাস ‘জীবন যুদ্ধে’, ‘থু’, ‘কিংবদন্তি কন্যা’, ‘ভােটার, ‘ছায়াকরী, মুক্তিযুদ্ধের কন্যা’, ‘স্বাধীনতার কৃষ্ণপক্ষ’, ইতিহাসের ছেড়া পাতা, জলপানির কিচ্ছা ও ‘নিশ্চিন্তপুর আখ্যান, নাটক ‘এখানে শতাব্দীর বিভীষিকা, মানচিত্র কাঁদে, তদন্ত ক্যারিকেচার'। কাব্যগ্রন্থ ‘সর্বশ্রেষ্ঠ বাঙলি’, ‘কোথায় আছি কেমন আছি, ‘ফিরে এসাে প্রমিথিউস’উল্লেখযােগ্য। তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বে, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সম্পৃক্তি ছাড়াও বহু সংগঠনের সাথে জড়িত। তিনি কথাসাহিত্যে জীবনানন্দ দাস সাহিত্য পুরস্কার, কামিনী রায় সাহিত্য পুরস্কার, পল্লী কবি জসীমউদ্দিন সাহিত্য পুরস্কার, নাটকে ‘লােকমঞ্চ; পুরস্কার সহ অসংখ্য পুরস্কার লাভ করেন। সূর্য সন্তান’ তাঁর পরিচালিত পূর্ণদৈর্ঘ্য রঙিন চলচ্চিত্র। এছাড়াও পেশায় তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।