Loading...
আউয়াল চৌধুরী
লেখকের জীবনী
আউয়াল চৌধুরী (Awal Chowdhury)

আউয়াল চৌধুরী। কথাশিল্পী। নাট্যকার। চলচ্চিত্রকার। পিতা মরহুম আবদুল মান্নান চৌধুরী। মা মরহুমা বেগম। হাজেরা চৌধুরী। জন্ম ১৯ শে আগস্ট, শুক্রবার। সিংহ রাশির জাতক লেখকের জন্ম ময়মনসিংহ শহরে। শহরের কোল ঘেষে ব্রহ্মপুত্র নদ। নদের পারেই কেটেছে শৈশব। কৈশাের। যৌবনের সােনালি সময়। ময়মনসিংহ জিলা স্কুল এবং আনন্দ মােহন কলেজে ছিলাে শিক্ষা জীবনের একটা বড় অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স। ভ্রমণ পছন্দ করেন। সুযােগ পেলেই ছুটে যান প্রকৃতির কাছে। পাহাড়, নদী, সমুদ্র তাকে ডাকে প্রতিনিয়ত। ফটোগ্রাফি নিয়ে পড়াশােনা করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট থেকে। বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান প্রযােজক হিসেবে কর্মরত। জীবিকার প্রয়ােজনে চাকরী করেন। আত্মিক প্রয়ােজনে করেন লেখালেখি। লেখালেখির শুরু শৈশব থেকে। প্রথমত ছড়া, পরে কবিতা। শেষ পর্যন্ত গদ্যের হাত ধরে পথ চলা। কাগজে নিয়মিত লেখালেখি আশির দশকের শেষ থেকে। বাংলা একাডেমী, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, নাট্যচক্রের সদস্য। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র : জনম জনম। পুরস্কার ও সম্মাননা : পাবলিক লাইব্রেরী অধিদপ্তর আয়ােজিত ছােট গল্পে জাতীয় পুরস্কার (১৯৮৮), টেনাশিনাস পদক (২০১১), পদক্ষেপ পুরস্কার (২০১২)